সিকিম কাপছে নাইরেবি মাছির দাপটে

নিজস্ব সংবাদদাতা:সিকিম কাপছে নাইরেবি মাছির দাপটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিকিমে এই মাছির দাপটে এখনো পযর্ন্ত সাতশো জনের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। সবচাইতে বেশী এই পোকার খবর পাওয়া গেছে সিকিমের পেলিং এবং গ্যাংটকে।এখানে প্রায় 500জন আক্রান্ত এই পোকার দাপটে।সিকিমে পর্যটকদের সংখ্যা কমে যাচ্ছে এই পোকার কারনে।যারা আসছেন নিজেরাই ডেটল এবং ফিনাইল কিনে আনছেন।যারা রুম বয় তাদের বলছেন ছড়িয়ে দিতে।যে যে হোটেল কিংবা লজের আশেপাশে গাছ গাছারি আছে তার আশেপাশের হোটেলে কেউ থাকতে চাইছেন না। সিকিমের বাজারগুলিতেও এই পোকার দাপট প্রচণ্ড। গোটা সিকিম জুড়ে এই পোকার দাপট বেড়ে যাওয়ায় প্রশাসনের তরফ থেকে গাড়ি করে মাইকিং করা হচ্ছে। পোকার দাপট এতটাই বেড়ে গেছে,প্রশাসনের তরফ থেকে  বাড়িতে বাড়িতে ফিনাইল দেওয়া হচ্ছে।সিকিমের প্রতিটি বাস ষ্ট্যান্ডেও ফিনাইল দেওয়া হচ্ছে। পাহাড়ি এলাকা হবার কারনে সিকিমে নাইরেবি পোকার দাপট অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে বলে মনে করছেন সিকিমের ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল।সিকিম এবং ভূটানে নাইরেবি পোকা নিয়ে আগামী কয়েকদিনে চরম সতর্কতা জারি করতে পারে প্রশাসন। প্রতিটি দোকান এবং বাজারে প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে।