|
---|
নিজস্ব সংবাদদাতা: প্রশিক্ষণ ছাড়া সাপ ধরে খেলা দেখাতে গিয়ে সাপের ছোবল কিশোরকে । সোজা সাপ নিয়ে হাসপাতালে হাজির ।
প্রশিক্ষণ ছাড়া সাপ ধরে খেলা দেখাতে গিয়ে বিপাকে পড়ল এক কিশোর । শনিবার এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামে । শনিবার সকালে বাঁশ ঝারে একটি অজগরের বাচ্চাকে দেখতে পান স্থানীয়রা । এরপর খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। কিন্তু তারা আসার আগেই মৃন্ময় রায় নামের ওই কিশোর সাপটিকে ধরে খেলা দেখানোর চেষ্টা করে । সে সময় সাপটি তার হাতে কামড়ে দেয় । তড়িঘড়ি সাপ নিয়ে সোজা হাজির হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে । খবর পৌঁছায় পরিবেশপ্রেমী সংগঠনের কাছে তারা গিয়ে সাপটিকে উদ্বার করেন।