|
---|
নিজস্ব সংবাদদাতা : সন্তানদের পুকুরে ডুবিয়ে খুন করলেন মা। এমনই অভিযোগ উঠেছে অসমের কাছাড়ের হাতিখাল এলাকায়। শুক্রবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। স্বামীর বকুনির কারণে ওই মহিলা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, মহিলার দুই কন্যাসন্তানের এক জনের বয়স তিন। অপর জন ১৮ মাসের। পুকুরের জলে ডুবিয়ে দুই সন্তানকে হত্যার পর তাঁদের দেহ বাড়িতে নিয়ে আসেন মহিলা। তার পর বিছানায় কম্বল দিয়ে তাদের দেহে ঢাকা দেন তিনি। মৃত সন্তানদের পাশে শুয়ে ঘুমোনোর ভান করেন ওই মহিলা। পরিবার সূত্রে এই কথা জানা গিয়েছে।স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ওই মহিলা গ্রামবাসীদের জানান যে, তাঁর স্বামী তাঁকে বাড়িছাড়া করার হুমকি দিয়েছেন। তাই সন্তানদের নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিন্তু মহিলা বেঁচে যান। যদিও মহিলার স্বামীর দাবি, তাঁর সঙ্গে মহিলার কোনও ঝামেলাই হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে।