|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: জয়গার খোকলা বস্তির পাশে রয়েছে প্রতিবেশী দেশ ভুটান। মাঝে রয়েছে গার্ডওয়াল, তবে ভুটানে কোনো কিছুর শব্দ পরিষ্কার বস্তি থেকে শোনা যায়। বর্তমানে সংলগ্নে বস্তির অধিবাসীরা জানিয়েছেন ভুটানের পাথর কাটা মেশিন এর শব্দে নাজেহাল তাদের অবস্থা। শব্দ এতটাই বিকট টিকতে পারা যাচ্ছে না। পাথর কাটার ফলে যে ধোঁয়া সৃষ্টি হচ্ছে তাতে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে তাদের।
গত ছয় মাস ধরে একই রকম শব্দ শুনতে হচ্ছে তাদের। এই প্রসঙ্গে বস্তির সাধারণ মানুষেরা জানিয়েছেন কোনো সরকারি প্রকল্পের কাজ চলছে। তবে বিকট শব্দে তাকে খুব অসুবিধা হচ্ছে। এছাড়া বাসনপত্র পত্রের উপর ধুলোর আস্তরণ পড়ে যাচ্ছে। বেশ খানিকটা জায়গা জুড়ে প্রতিনিয়ত ধুলোর ধোঁয়া উড়ছে। তাদের সাধারণ জীবন যাপন করতে খুব অসুবিধা হচ্ছে।