সিকিমের দুর্ঘটনার কবলে শিলিগুড়ির বালক! দেখা করে সাহায্যের প্রতিশ্রুতি ডেপুটি মেয়রের

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত ৪ নং ওয়ার্ডের মহারাজা কলোনীর বাসিন্দা মহ:মুক্তার এর ছেলে মহ :মেহেবুব ৯ বছরের বালক গতকাল সিকিমের ভয়াবহ দুর্যোগে প্রাণ হারায়।আজ শিলিগুড়ি পৌরনিগমের পক্ষ থেকে তার বাড়িতে যান ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পৌরনিগমের এম. এম.আই. সি. ও সেই ওয়ার্ডের কাউন্সিলার।আজ সবাইকে নিয়ে এবং সেই পরিবারের অন্যান্য সদস্য দের সমবেদনা জানানো ও তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ির অন্যান্য এম এম আই সিরা। ডেপুটি মেয়র জানান আমাদের শিলিগুড়ির অনেক মানুষ আজকে সিকিমের ভয়াবহ দূর্যোগের কবলে পড়ে সবকিছু হারিয়ে বসে আছেন। তাদের সবার জন্য আমাদের রইল অনেক অনেক সমবেদনা এবং সহমর্মিতা। আজ আমাদের পক্ষ থেকে ওই বালকের পরিবারের হাতে তুলে দেওয়া হল কিছু সাহায্য। আর কি কি দরকার এবং কি কি প্রয়োজন আমরা দেখে নিচ্ছি। এদিন ডেপুটি মেয়র নিজে অনেকক্ষন কথা বলেন ওই পরিবারের লোকেদের সাথে। তিনি জানান এইভাবে দুর্ঘটনা সত্যি সত্যি কষ্টের এর কোন ভাষা নেই। তবুও আমরা আমাদের কাজ করে যাব। আমরা পাশে আছি বলে জানান ডেপুটি মেয়র।