মেতেই সম্প্রদায়ের পবিত্র থাংটিং পাহাড়ে ক্রুশ ও কুকি জঙ্গি সংগঠেনর ঝান্ডা

দেবজিৎ মুখার্জি: মেতেই সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র থাংটিং পাহাড়ে একটি বিশালাকৃতি ক্রুশ! পাশে একটি বিতর্কিত পতাকা! এটা কি অশান্তি তৈরি করার নতুন ছক?

     

    স্থানীয়দের দাবি, ঝান্ডাটি কুকি জঙ্গি সংগঠেনর। এই ঘটনায় ফের শোরগোল পড়েছে মণিপুরে। শেষ খবর অনুযায়ী, পুলিশ পতাকা সরালেও ক্রুশটি রয়েছে। এই ঘটনার নেপথ্যে কুকি জঙ্গিদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।