বিশাল কেউটে সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

বাবলু হাসান লস্কর কুলতলী : বিশাল আকৃতির কেউটে সাপ উদ্ধার কুলতলী থানার অন্তর্গত গোপালগঞ্জ অঞ্চলের পঞ্চায়েত বাজার সিভিক তারক নাথ হালদারের বাড়িতে। জানা গিয়েছে, গৃহস্থের বাড়ির ভেতর থেকে ফোঁসফোঁস আওয়াজ শুনতে পায় প্রথমে কুলতলী বাসিন্দা তারকনাথ হালদার । সকালে হাঁস মুরগি ঘরের দোর খুলতে গিয়ে ফোঁসফোঁস গর্জন শুনতে পায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় বারুইপুর রেঞ্জের পিয়াল বিট অফিসে। পিয়ালী বিটের বড়বাবু আবু জাফর মোল্লা তিনি তার সহকর্মী সর্প বিশেষজ্ঞ ঋষিকেশকে পাঠিয়ে দেন। এরপর হাসঁ মুরগি ঘরের দরজা খুলতে চক্ষু ছানাবড়া। হাসঁমুরগি ঘরের মধ্যে ৬ ফুট লম্বা বিষধর কেউটে সাপ। তারা সাপটি না মেরে কুলতলী বিড অফিসে ফোন করেন। কুলতলী বিটের অফিসার সাপটি উদ্ধার করলে হাঁফ ছেড়ে বাঁচেন গ্রামবাসীরা। বনদপ্তরের সূত্রে জানা যায় পাশের জঙ্গলে এই সাপটি ছেড়ে দেয়া হবে। সর্প বিশেষঞ্জ শ্রী সমরেন্দ্র চক্রবর্তী জানান, “সাপ না মেরে উদ্ধার করে ছেড়ে দেওয়া ভালো উদ্যোগ। তবে সাপ থেকে সবাইকে সতর্ক-সচেতন থাকতে হবে।