|
---|
নিজস্ব প্রতিবেদক:- গত শনিবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার ঠিক দ্বিতীয় দিন উদ্ধার হল এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানা এলাকার।যৌথিয়া গ্রামের স্থানীয় ব্যবসায়ী জয়ন্ত মণ্ডলের মেয়ে তৃষা মণ্ডল এবছর স্থানীয় নিমপীঠ সারদা আশ্রম স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। শনিবার উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষাও দিয়েছে তৃষা। বাড়িতে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় তাকে দেখেছিল পরিবার। সোমবার বাড়ির লোকজন তার ঘরের মধ্যেই তৃষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।তৃষা মণ্ডলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। কী কারনে ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এইভাবে আত্মহত্যা করেছে সে বিষয়ে সন্দিহান পরিবারের লোকজন। এদিকে মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।