বাস দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিল এনবিএসটিসি

উজির আলি,চাঁচল:২৫ ডিসেম্বর

    ব‍্যবসা সূত্রে গত রবিবার এনবিএসটিসি বাসে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলেন মালদহের পুখুরিয়া থানার কোকলামারি গ্রামের সন্তোষ মন্ডল(৩৯)।ফেরার পথে গভীররাতে ফাসিঁদেওয়ার বিধাননগর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হন বাসটি।সেখানেই প্রান হারান তিনি।তবে ওই দুর্ঘটনায় মারা যান তিনজন।বাকি দুজন অন‍্য জেলার।আহত হয়েছে বাস যাত্রীরা সকলেই।

    নিহত পুখুরিয়ার সন্তায় মন্ডলের পরিবারের রয়েছে বৃদ্ধ মা-বাবা ও স্ত্রী সহ সদ‍্য হাটতে শেখা এক পুত্র সন্তান।একমাত্র উপার্জনকারীকে খুইয়ে বিপাকে পড়েছেন গোটা পরিবার।


    ঘটনার চারদিন পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ইনচার্জ সন্দীপ দত্তের নির্দেশে শুক্রবার কোকলামারি গ্রামের নিহত সন্তোষ মন্ডলের বাড়িতে যান পরিবহন সংস্থার প্রতিনিধি দল।
    এদিন নিহতের পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে দু-লক্ষ টাকার চেক তুলে দেন মালদার ডিপো ইনচার্জ উত্তম মজুমদার।পাশাপাশি এনবিএসটিসির তরফে সমবেদনা জ্ঞাপন জানানো হয় নিহতের পরিবারকে।পরিবারের সাথে দেখা করে মালদা জেলা আইএনটিটিইউসির সভাপতি মানব ব‍্যানার্জী বলেন,পরবর্তীতে তার পরিবারের সাহায্য করা হবে।তাদের পাশে আমরা আছি।