দিল্লীর কৃষক আন্দোলনের সমর্থনে কোচবিহারে পথসভা ও মিছিল করল SUCI

নতুন গতি ডিজিটাল ডেস্ক: দিল্লীর কৃষক আন্দোলনের সমর্থনে কোচবিহারে এসইউসিআই-এর পথসভা ও মিছিল, সোমবার কোচবিহার শহরের সাগরদীঘি লাগোয়া ক্ষুদিরাম স্কয়ার থেকে ওই মিছিল শুরু হয়। গোটা শহর পরিক্রমা করে ব্রাহ্ম মন্দির লাগোয়া ঘাস বাজার এলাকায় ওই মিছিল শেষ হয়। দিল্লীতে কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন বাতিল করার দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই দিল্লীর প্রচণ্ড ঠাণ্ডায় ৪০ জনেরও বেশী কৃষকের মৃত্যু হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার একাধিক বার আন্দোলনকারী কৃষকদের সাথে আলোচনায় বসলেও দাবি মেনে নয়া কৃষক আইন বাতিল করার পথে হাটতে রাজি হচ্ছে না। আর সেই কারণেই কেন্দ্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি বাদে প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দল গুলো দেশ জুড়ে আন্দোলনের পথে হাঁটছে।

    এদিন কোচবিহার শহরেও সেই আন্দোলনের রেশ পড়তে দেখা যায়। এদিন ওই মিছিল থেকে এসইউসিআইয়ের এক নেতা জানান, দিল্লীর ঐতিহাসিক কৃষক আন্দোলনে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার জন্য সংগঠনের চিকিৎসক, ছাত্র যুব সহ বহু দলীয় সাথী দিল্লীতে গিয়েছেন। নানা ভাবে আন্দোলনকারীদের সাহায্য করছেন। গ্রামেগঞ্জেও এই আন্দোলনের সমর্থনে জনসমর্থন গড়ে তোলার কাজ করে যাচ্ছেন এসইউসিআই কর্মীরা।