|
---|
সেখ সামসুদ্দিন : হুগলির রিষড়া থেকে পিকনিক করতে এসে দামোদরের জলে নিখোঁজ হয়ে যাবার প্রায় পাঁচ ঘণ্টা পর উদ্ধার হল যুবকের দেহ। মৃত যুবকের নাম রঞ্জন বর্মন(২২)। ঘটনাটি ঘটেছে পাল্লা রোডের দামোদরের চরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ২৪ জনের একটি দল রিষরা থেকে পিকনিক করতে পাল্লা রোডের দামোদরের চরে আসেন। এরই মধ্যে এই দলের কয়েকজন নদীতে স্নান করতে নামেন। দুপুরে খেতে বসার সময় হঠাৎই দলের অন্যান্য সদস্যরা লক্ষ্য করেন ২৪ জনের জায়গায় ২৩ জন আছেন। খোঁজ খবর শুরু হতেই অনেকের সম্বিৎ ফেরে যারা জলে নেমেছিলেন তাদের মধ্যে একজন নেই। এরপরই বিষয়টি নিয়ে আলোড়ন পরে যায় পিকনিক করতে আসা দলটির মধ্যে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অনেকে জানিয়েছেন, প্রথমে বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য নিজেরাই খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে মেমারি থানায় খবর দেওয়া হয়। পাশপাশি স্থানীয় মানুষদেরও জানানো হয়। পুলিশ এসে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার কাজে গতি আনতে ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও খবর দেওয়া হয়। যদিও সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ স্থানীয় উদ্ধকারীরাই যুবকের দেহ খুঁজে বার করেন। স্থানীয় প্রত্যক্ষ্যদর্শীদের অনেকে জানিয়েছেন, নদী থেকে বালি তোলার ফলে অনেক চোরা গর্ত তৈরি হয়ে আছে। মদ খেয়ে জলে নামার পর সম্ভবত সেই গর্তেই আটকে গিয়েছিল দেহটি।