|
---|
জাকির হোসেন সেখ, দক্ষিণ চব্বিশ পরগনাঃ ভাঙড় ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি কাইজার আহমেদের আয়োজনে শহীদ রাজ্জাক সরদারের স্মরণেঘটকপুকুরে হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এমনিতেই একটা ধারনা প্রচলিত যে, ভাঙড় মানেই তলে তলে চলে অন্তর্দ্বন্দ্বের রাজনীতি। আজ এই মহতী রক্তদান কর্মসূচিতে সেসবের চিহ্ন মাত্র চোখে পড়লো না। সকাল থেকে অনেক মানুষ রক্ত দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেস দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী স্বয়ং। উপস্থিত ছিলেন ভাঙড় – ১নং ব্লক থেকে নির্বাচিত হওয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য, ভাঙড়ের জনদরদী নেতা হাজী নাননু হোসেন সাহেব। রক্তদানের প্রয়োজনীয়তার কথা ছাড়াও সকলের বক্তব্যেই উঠে আসে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা।