|
---|
সেখ সামসুদ্দিন, ২৫ মার্চঃ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানাতে নতুন বৈঠক কক্ষ ও সিসিটিভি নজরদারি কক্ষের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন এসপি কামনাসিস সেন। সভাকক্ষ উদ্বোধনের পাশাপাশি প্রতিবন্ধী দুজনকে হুইল চেয়ার প্রদান করা হয়। তাদের মধ্যে একজন সুমাইয়া আফরিন, বয়স ১৬, বাড়ি মেমারির ইছাপুরে এবং অপরজন পলাশ খাঁড়া, বয়স ২৩, বাড়ি মেমারির খাঁড়ো এলাকায়। সুমাইয়া আফ্রিন ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পুলিশের মানবিক কর্মে খুশি সহায়ক যন্ত্রপ্রাপ্ত পরিবারের লোকজন। এছাড়াও উপস্থিত ছিলেন এএসপি কল্যাণ সিংহ রায়, বর্ধমান সদর দক্ষিণ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, ও মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জী সহ অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ।