এবিটিএ শালবনি আঞ্চলিক শাখার উদ্যোগে প্রয়াত শিক্ষাব্রতী ধীরেন্দ্রনাথ পাড়ুইয়ের স্মরণ সভা

     

    নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শনিবার বিকেলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ধীরেন্দ্রনাথ পাড়ুই-এর স্মরণসভা অনুষ্ঠিত হলো শালবনী হাইস্কুলে। ‘সর্বজনীন,গণতান্ত্রিক , ধর্মনিরপেক্ষ,বৈজ্ঞানিক এবং প্রগতিশীল মানবিক শিক্ষার স্বার্থে নিবেদিতপ্রাণ ছিলেন শিক্ষাব্রতী ধীরেন্দ্রনাথ পাড়ুই।
    সম্মানের সাথে শিক্ষকতা করেছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন,বাঁকুড়া জেলার ধানড়া বিক্রমপুর হাইস্কুল এবং শেষে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি হাইস্কুলে। তিনি আজীবন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) সদস্য ছিলেন । নিখিলবঙ্গ শিক্ষক সমিতি শালবনি আঞ্চলিক শাখার প্রথম সম্পাদক পদেও নির্বাচিত হয়েছিলেন ধীরেন্দ্রনাথ পাড়ুই।
    ১৯৯১ সালে প্রতিষ্ঠিত শালবনি ব্লক বিদ্যালয় গুচ্ছের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি ।ঐ সময় ‘বিদ্যালয় গুচ্ছ’ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল ।
    বিদ্যালয় পত্রিকা ছাড়াও অন্যান্য পত্রিকাতেও তিনি নিয়মিত লেখালেখি করতেন । শিক্ষার প্রসারে ও মানোন্নয়নের তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। এলাকার শিক্ষা আন্দোলন দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ২০২২ সালের ১৯ শে ফেব্রুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে বেলা সাড়ে এগারোটার সময় তিনি প্রয়াত হন।প্রয়াত এই শিক্ষক নেতৃত্বের স্মরণ সভায় উপস্থিত ছিলেন এবিটিএ পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক বিপদতারণ ঘোষ,মেদিনীপুর সদর মহাকুমা সম্পাদক জগন্নাথ খান , মহকুমা সভানেত্রী সবিতা মান্না,শালবনী আঞ্চলিক শাখার সম্পাদক অভিষেক দে, আঞ্চলিক শাখার নেতৃত্ব পরিমল মাহাত, আলপনা দেবনাথ , শ্যামল মুখার্জি এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী বৃন্দ। উপস্থিত ছিলেন মৌপাল দেশপ্রান বিদ্যাপীঠর প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,কিয়ামাচা হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপ পড়িয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।