|
---|
হাওড়া: আজ দুপুর তিনটে কুড়ি নাগাদ ডাউন ফলকনামা এক্সপ্রেস এর তিনটি বগি বেলদা স্টেশন এর কাছে লাইনচ্যুত হয়ে যায়। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে কপলিং ভেঙে লাইনচ্যুত হয়ে যায় ডাউন ফলকনামা এক্সপ্রেস এর তিনটি বগি। প্রথমে বিষয়টি বুঝতে পারেন নি ওই ট্রেনের ড্রাইভার, 22 টি বগি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। কিছু সময় বাদে ট্রেনের গার্ড এর ব্যাপারটি নজরে আসে। এরপর ইমারজেন্সি ব্রেক কষে ডাউন ফলকনামা এক্সপ্রেসকে থামায় ড্রাইভার।
লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি অসংরক্ষিত, এবং একটি বাতানুকূল। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়ায় রেলে যাত্রীর মধ্যে। বেশ কিছুক্ষণ পর সব ঠিকঠাক করে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ডাউন ফলকনামা এক্সপ্রেস। সূত্রে জানানো হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।