একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন, তাই কাজে বের হওয়ার সময় ছেলেকে শিকল দিয়ে বেঁধে রাখে মা

শিলিগুড়ি: একমাত্র ছেলে কিন্তু হতভাগ্য মায়ের সেই ছেলে মানসিক ভারসাম্যহীন। যত দিন যাচ্ছে শারীরিক অসুস্থতার পরিমাণ ক্রমশই বাড়ছে। তবে বাইরে কাজে না বেরোলে সংসার চলবে কি করে। এ কারণে হতভাগ্য মা নিজের মানসিক ভারসাম্যহীন ছেলেকে কাজে যাওয়ার সময় শিকল দিয়ে বেঁধে রাখেন। অসহায় মায়ের নাম পিঙ্কি রায়। এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি এনজিপি থানা সংলগ্ন ফুলবাড়ী এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

    ঘটনা সম্পর্কে জানা গিয়েছে দীর্ঘ 14 বছর আগে পিংকি রায়ের সাথে বিবাহ হয় বাড়ি ভাষা এলাকার বাসিন্দা লালু রায়ের। বিয়ের কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। তারা সন্তানের নাম রাখেন প্রলয় রায়। জন্মের সময় কোনও অসুবিধা ছিল না, কিন্তু যত বয়স বাড়তে থাকে পরিস্থিতি জটিল হতে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রলয়ের আচরণ অস্বাভাবিক হয়ে যায়। নিজেই নিজের জামা কাপড় ছিড়ে ফেলত, নিজের গায়ে নিজে আঁচড় দিত। এমনকি বাইরে খেলতে গেলে অন্যান্য বাচ্চাদের মারধর করতো। এই দারুন অশান্তি হয় ওই পরিবারে। এরপর পিংকি রায় ও তার ছেলেকে শশুর বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

    অগত্যা পিংকি রায় বাপের বাড়িতে ওঠেন। বাড়িতে তার মা রয়েছে। সংসার চালানোর জন্য লোকের বাড়ি কাজ করা শুরু করে সে। সাধ্যমত নিজের ছেলের চিকিৎসা করিয়েছে সে, দুর্ভাগ্যের বিষয় কোনও ফল লাভ হয়নি। সব জায়গায় চিকিৎসকরা জানিয়েছেন রাজ্যের বাইরে গিয়ে চিকিৎসা করলে তাহলে তার ছেলে ভালো হতে পারে। কিন্তু অর্থের অভাবে পিংকি রায় বাইরে নিয়ে গিয়ে তার ছেলের চিকিৎসা করাতে পারছেন না। পিংকি রায় কাতর গলায় আবেদন জানিয়েছেন আর্থিক সাহায্যের। তাকে যদি কেউ আর্থিক সাহায্য করে তাহলে তিনি তার অসুস্থ ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারবেন।