চীনা হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধানঞ্জলি দিতে বহরমপুরে মৌন মিছিল, তৃণমূল কংগ্রেসের

চীনা হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধানঞ্জলি দিতে বহরমপুরে মৌন মিছিল, তৃণমূল কংগ্রেসের

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : কিছুদিন থেকেই ভারত ও চীন সীমান্ত লাদাখে দুই দেশের মধ্যে হিংসা তৈরি হয়ে গেছে, চীন চক্রান্ত করে লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) কে অতিক্রম করে গালওয়ানঘাটি তে প্রবেশ করে যায়। এবং এই গালওয়ানঘাটি কে নিজের বলে দাবি করে চীন। চিনের এই কার্যকলাপ দিকে তাকিয়ে চীনকে শান্তি বজায় রেখে চলে যেতে বলা হলে চীন রাজি হয়না যার কারণে চীন ও ভারতের মধ্যে ১৫ তারিখ রাতে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায়।

    সংঘর্ষে ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়ে যান। লাদাখের গালওয়ানঘাটিতে ভারত একটা রাস্তা ও ক্যাম্প তৈরি করেছে যার কারণে চিনের সাথে যুদ্ধের মতো পরিস্থিতি হয়ে উঠেছে। এই গালওয়ানঘাটিতে ভারতের পেট্রোলিং পোস্ট ১৪ বা PP-14 আছে এখানেই সেদিন রাতে হামলা হয় ও ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়ে যান।

    শহিদ হওয়া জওয়ানের মধ্যে আছে বাংলার দুজন সেনা। ইতিমধ্যে বীরভূমের রাজেশ ওরাং এর পরিবার কে ৫ লক্ষ টাকা ও একজন কে চাকরি দিয়ে সাহায্য করেছে তৃণমূল সরকার। এবার এই শহিদ জওয়ান দের জন্য মৌন মিছিল করলো তৃণমূল সরকার।

    গতকাল রাতে শহিদ জওয়ান দের প্রতি শ্রদ্ধানঞ্জলি দিতে মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফে একটি মৌন মিছিল পরিদর্শন করে বহরমপুরের রাস্তায়।

    এদিন এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সৌমিক হোসেন, মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সামসেরগনজ এর বিধায়ক আমিরুল ইসলাম সহ মুর্শিদাবাদ যুব তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।