মুগবসান হক্কানিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অসিত বরণ জানা প্রয়াত, শোকের ছায়া

সেখ মহম্মদ ইমরান, কেশপুর: রাজ্য জুড়ে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী । চলছে মৃত্যু মিছিল । প্রিয়জন হারানোর শোকে কাতর হয়ে পড়ছে স্বজনরা। এবার মারণ ভাইরাস কেড়ে নিলো মুগবসান হক্কানিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক অসিত বরণ জানা। বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট ও ফুসফুস জনিত সমস্যার কারণে মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতালে অসিত বাবু প্রয়াত হয়েছেন বলে পরিবার সূত্রে খবর। আরো জানা গেছে, তিনি দিন কুড়ি আগে কোভিড পজিটিভ হয়ে মেদিনীপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও কয়েকদিন আগে কোভিড নেগেটিভ হয়েছিলেন। পরে ফুসফুসের সংক্রমণ বাড়ে ও শ্বাসকষ্ট জনিত সমস্যা বৃদ্ধি পায়। শেষের দিকে কোমায় চলে গিয়েছিলেন। কাউকে চিনতেও পারছিলেন না। বাড়ির লোকের ও ডাক্তারের সব প্রচেষ্টা ব্যর্থ করে এদিন না ফেরার দেশে পাড়ি দিলেন।

    অসিত বাবুর আদি বাড়ি সিঙ্গাঘাই এর বাড় রাধানগর গ্রামে। পরবর্তীকালে মেদিনীপুর শহরের পালবাড়িতে স্থায়ী ভাবে বসবাস করতেন। ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে ১৯৯০সালে কেশপুর ব্লকের আনন্দপুর হাইস্কুলে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে ২০০৩ সালে মুগবসান হক্কানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। দক্ষ প্রশাসক ও সকলের প্রিয় প্রধান শিক্ষক হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এলাকায়। তিনি ছাত্র মহলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, নিজের সদা হাস্যময়, শান্ত ও স্থিতধি ব্যবহারের জন্য।তাঁর সাবলীল পাঠদানে মুগ্ধ ছাত্র-ছাত্রীরা। তাঁর মৃত্যুর সংবাদে মুহ্যমান হয়ে পড়েছেন তাঁর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী থেকে এলাকার শুভানুধ্যায়ীরা। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী অঞ্জলী জানা, যিনি মুগবসান হক্কানিয়া হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষিকা ও এক পুত্র অনির্বাণ জানাকে। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করেছেন তার শুভানুধ্যায়ীরা। তাঁর মৃত্যু শিক্ষা জগতে ও মুগবসান হক্কানিয়া উচ্চ বিদ্যালয়ে অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন মুগবসান হক্কানিয়া হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতি মির্জা আব্দুল মাবুদ ।