মসজিদের টুনি লাইট দেখতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোর

 

    মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া; ঈদের আগেই রাতে মসজিদে লাগানো টুনি লাইটের আলো দেখতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বারো বছরের কিশোর। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত গঙ্গাবাস গ্রামে এলাকায় মৃত কিশোরের নাম রোহন মালিতা বয়স (১২) পরিবার সূত্রে খবর রবিবার রাত আটটা নাগাদ বন্ধুদের সাথে স্থানীয় ঈদের আগে মসজিদে চারিপাশে টুনি লাইট সাজান হয়েছিল গোটা এলাকায় আনন্দ উৎসবে মেতে উঠেছিল। সেই লাইট দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যু হয়। রোহনের মামা জাভেদ শেখ জানিয়েছেন,মসজিদের বারান্দায় দাঁড়িয়ে হঠাৎই ভাগ্নে খেয়াল করে টুনি লাইটের একটি চেইন জ্বলছিল না  । ভাগ্নে  সেই না জ্বলা চেইনটি গুটিয়ে নেওয়ার চেষ্টা করছিল যদিও চেইনটির  তারে তখনও বিদ্যুৎ ছিল, দুটি তারের  জয়েন্টে হাত  লাগতেই  আমার ভাগ্নে হাতে টুনি লাইটের চেইন ধরে থাকা।মসজিদের ইমাম সাহেব ছুটে গিয়ে ইলেকট্রিক বোর্ডের সুইচড অফ করলেও তাকে আর ফেরানো যায়নি। এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান হাসপাতলে আসার আগেই মৃত্যু হয়েছে ওই কিশোরের। এলাকায় আনন্দ উৎসবে মেতে মেতে ওঠার তো দূরে থাক এখন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাতে ঈদের আগেই এমন দুর্ঘটনায় গোটা এলাকায় শোকস্তব্ধ।আমঘাটা শ্যামপুর হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল রোহান ঈদের নমাজ পড়া হলেও  বকরি ইদের  প্রথা অনুযায়ী কুরবানী সহ প্রায় সবকিছুই বাতিল হয়েছে।আনন্দের  বদলে গোটা গ্রামজুড়ে শোকের পরিবেশ