মানুষ কে সচেতন করতে ‘প্রত্যাশা’ পৌঁছে যাচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে

মালয় আদক, নতুন গতি, বজবজ : বজবজ প্রত্যাশা, একটি ngo। নামটির সার্থকতা তাদের কাজের মাধ্যমেই। কেননা উক্ত ngo র মূল লক্ষ্য হলো- শিশু মনের বিকাশ ঘটানো এবং তাদের মেধার অন্বেষণ। বিগত ৫ বছর ধরে ‘বজবজ প্রত্যাশা’ বজবজ সংলগ্ন এলাকাতেই কাজ করছে কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই। যেহেতু,ngo টি কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তাই কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই এদের উদ্যোগে প্রতিবছর স্পোর্টস,নাটক এবং রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী সুষ্ঠ ভাবে পালন করা হয়ে থাকে। এছাড়াও বজবজ থানার সঙ্গে যুক্ত হয়ে ‘সেফ ডাইভ সেফ লাইফ’ কর্মসূচি তে যুক্ত হয়ে খুব বড় একটি আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো যেখানে ৫৭৮ জনের মত ছাত্রছাত্রী অংশ গ্রহন করে । সর্বপরি প্রতিবছর আলাদা ভাবেও আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। প্রয়োজনের ফল স্বরূপ বর্তমানে একটি আঁকার স্কুল খোলা হয়েছে সেখানে দুটি ক্লাসে মোট ৭৮ জন ছাত্রছাত্রী আছে। আঁকা ছাড়াও প্রতি রবিবার বিকালে যোগব্যায়াম শেখানো হয়। সব মিলিয়ে সমাজকে সুন্দর ভাবে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়াই ‘প্রত্যাশা’ র লক্ষ্য।

    এছাড়াও গত কয়েক মাস ধরে ‘প্রত্যাশা’ গ্লোবাল ওয়ার্মিং থেকে রক্ষা পেতে বৃক্ষ রোপন ও চারাগাছ বিতরণের মত একটি মহৎ কর্মসূচি ও গ্রহণ করেছে। লক্ষ্য- ১০,০০০ চারাগাছ বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বিতরণ করা। শিশুমনে গাছের উপকারিতা, গাছের গুরুত্ব বোঝাবার জন্য,গাছ নিয়ে ওদের উৎসাহিত করাই ওদের মূল উদ্দেশ্য। সবুজের গুরুত্ব বোঝাতে এবং সাধারণ মানুষ কে সচেতন করতে ‘প্রত্যাশা’ পৌঁছে যাচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে ।সেই কর্মসূচির অঙ্গ হিসেবে তারা কিছু আগেই হাজির হয়েছিল তপন থিয়েটার হলে, যেখানে উপস্থিত ছিলেন অন্যতম স্বনামধন্য ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায় মহাশয়।উক্ত স্থানে। ওনার হাত দিয়েই শুভ কাজের শুভারম্ভ হয়।