|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
পূর্ব বর্ধমানের জামালপুরের ধাপধারা তরুণ সংঘের পরিচালনায় দুইদিনের ৮ দলীয় ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব সংসদ সুনীল মণ্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ মালিক সহ প্রমুখ। ফাইনাল খেলায় মুখোমুখি হয় একাদশ পান্ডুয়া ও হুগলী একাদশ হারিট। আয়োজকদের কাছ থেকে জানা যায় এই ফাইনালে বিজয়ী দল পাবে ১৭০০০ টাকা ও ট্রফি আর বিজিত দল পাবে ১৩০০০ টাকা ও ট্রফি। এতো প্রত্যন্ত গ্ৰামে এত ভালো ভাবে ও জাঁক জমক করে খেলার আয়োজন দেখে সাংসদ মুগ্ধ হয়ে যায়। খেলার মাঠে ক্রীড়ামোদী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।