|
---|
নিজস্ব সংবাদদাতা:অ্যাসিড মাছির আক্রমনে দিশেহারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় একশো জন পড়ুয়া।এদের মধ্যে অধিকাংশই প্রথম বর্ষের ছাত্র কিংবা ছাত্রী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ওই মাছি শরীরে বসার পনেরো মিনিটের মধ্যে শরীর লাল হয়ে ফুলে যাচ্ছে। কেটে গেলে যেরকম দাগ বের হয় সেরকম দাগ বের হচ্ছে,কারো কারো বমি বমি ভাব এবং গা হাত পা ব্যাথা শুরু হচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের শিক্ষিকা জয়া সেনগুন্ত জানালেন যাদের ওই মাছি কামড়িয়েছে তাদের শরীরে লাল দাগ হয়ে ফুলে যাচ্ছে।ছেলেরা তাদের শরীরে জামাকাপড় পর্যন্ত রাখতে পারছে না। আজ থেকেই বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সব গাছই ছেটে ফেলবার সিদ্ধান্ত নিয়েছেন।অধিকাংশ ছাত্রছাত্রী, যারা বিশ্ববিদ্যালয়ের মাঠে কিংবা ক্যাম্পাসে ঘোরাফেরা করে কিংবা পড়াশোনা করে তারাই বেশী আক্রান্ত হচ্ছেন এই মাছির থেকে। আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস রুম ফিনাইল দিয়ে পরিষ্কার করাবেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ,বলে খবরে জানা গেছে।এই মাছির আক্রমনের হাত থেকে রেহাই পায়নি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনও।সেখানেও তিনজন এই পোকার আক্রমনে আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে পোকা ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে গেছে হোষ্টেলের ছাত্রছাত্রীদের মধ্যেও।তারাও গত দুদিন থেকে ঘরে ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে সেরকম বাড়াবাড়ি হলে বিশ্ববিদ্যালয় একদিন বন্ধ রেখে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে ফিনাইল এবং অন্যান্য জীবানুনাষক ওষুধ দেওয়া হবে।