|
---|
মহম্মদ রিপন,নতুনগতি :
আরও একবার মানবতার সাক্ষী হিসাবে থাকল এই বাংলা। বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ সেই মানবতার নজির দিলেন। হাঁসন কেন্দের কেষ্ট মালকে রশিদ কাকা বলেই ডাকতো। কিন্তু হঠাৎ রোগ – ভোগের পর মারা যান কেষ্ট মাল। কাকার মৃত্যুর কথা ভারাক্রান্ত মন নিয়েই ছুটে যান রশিদ। প্রিয় কাকার মৃত্যু তখন যেন অন্ধকার গ্রাস করেছে ভাইপোর। ভাইপো রশিদ নিজেই এগিয়ে এলেন পথ প্রদর্শক কেষ্টকাকার শেষকৃত্য সম্পূর্ন করতে তারাপিঠ মহাশ্মশানে।। বীরভূমের এই রাঙামাটির দেশে কবিগুরু পুঁতে গেছে সম্প্রতি ভালোবাসার বীজ, এই বীরভূমেই মাটিতেই পূর্নদাস খেয়েছে লালনের সম্প্রতির গান।এবার সেই মানবতার সাক্ষী দিল বীরভূমেরই সন্তান কংগ্রেসের বিধায়ক মিল্টন রশিদ।