|
---|
মহম্মদ রিপন, নতুন গতি :
২০১৮ সালে নোবেল শান্তি পুরস্কার পেলেন যৌথভাবে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কংগো’র স্ত্রীরোগবিশেষজ্ঞ ডেনিস মুকওয়েগে এবং ইরাকের ইয়াজিদি মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ।
নরওয়ের রাজধানী অসলো’তে নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রেইস-অ্যান্ডারসেন এই ঘোষণা দেন বলে জানিয়েছে আল জাজিরা।
তিনি বলেন, যুদ্ধ এবং সশস্ত্র সংঘাতের একটি হাতিয়ার হিসেবে যৌন সহিংসতার ব্যবহার বন্ধ করার প্রচেষ্টার জন্য তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রেইস-অ্যান্ডারসেন বলেন, ডেনিস মুকওয়েগে হলেন এমন এক সাহায্যকারী, যিনি তার জীবন ভুক্তভোগীদের রক্ষায় উৎসর্গ করেছেন। আর নাদিয়া মুরাদ হলেন সেই প্রত্যক্ষদর্শী, যিনি তার ও অন্যদের সঙ্গে ঘটা কুকর্মগুলোর কথা সবার কাছে তুলে ধরেছেন।
তিনি বলেন, তারা নিজেদের মতো করে যুদ্ধকালীন যৌন সহিংসতার শিকার নারীদের পাশে দাঁড়িয়েছেন।
স্ত্রীরোগবিশেষজ্ঞ মুকওয়েগে গত ১০ বছর ধরেই নোবেল শান্তি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। অন্যদিকে ২৫ বছর বয়সী নাদিয়া দ্বিতীয় কনিষ্ঠ নোবেল বিজয়ী। ২০১৪ সালে সর্ব কনিষ্ঠ খেতাব এখনো মালালার।