|
---|
নতুন গতি বাংলাদেশ ব্যুরো : বাংলাদেশের জনসাধারণের মাঝে সচেতনতা কার্যকর করতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে (২৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের সামনে ‘বঙ্গবন্ধু গবেষণা সংসদ’ কতৃক মাস্ক বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়।
জনসচেতনতামূলক মাস্ক বিতরণ ও প্রচারণার উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। মাস্ক বিতরণ কর্মসূচীটির নেতৃত্ব দেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। কর্মসূচীটিতে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাহবুবুর রহমান বাবুসহ সংগঠনটির কর্মীরা।