|
---|
নিজস্ব প্রতিবেদক:- হুগলির দাদপুরের পরপর চারটি বাড়ি থেকে রহস্যজনকভাবে চুরির ঘটনা ঘটলো বৃহস্পতিবার রাতে। ওই চারটি বাড়ি দাতপুর গ্রাম পঞ্চায়েতের হারিট মুসলিম এলাকার অন্তর্গত। চুরির ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে বাড়ির ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে সোনা রুপা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীদের দল। স্থানীয় সূত্রে খবর, যে চারটি বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িগুলি ওই দিন ফাঁকা ছিল। কোন না কোন কারনে বাড়ির বাসিন্দারা ঐদিন বাড়িতে ছিলেন না। এই সুযোগ নিয়েই দুষ্কৃতীরা তাদের কুকর্ম সফল করে। স্থানীয় এক বাসিন্দা ইব্রাহিম বলেন, মুসলিম পাড়ার সাইদুল মল্লিক পুনেতে গেছেন তার মেয়ের বাড়ি তাই তার বাড়ি ফাঁকা ছিল। আজিজুল মল্লিক তিনি গুজরাটে কাজ করেন সেখানেই থাকেন মাঝে মাঝে বাড়ি আসেন, তার মা পাশেই থাকেন কিন্তু একই বাড়িতে নয়। ইসলাম মল্লিক বিহারে গেছেন তার বোনের বাড়ি। আব্দুল মাতিন কাজ করেন রাজকোটে। এ চারটি বাড়িতে কেউ ছিল না তালা দেওয়া ছিল ওই বাড়িগুলিতে। সেই সুযোগেই প্রত্যেকের বাড়িতে তালা ভেঙে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালায়। ঘটনার পরদিন সকালে পুলিশকে খবর দিলে দাদপুর থানার পুলিশ আসে তদন্ত করতে। পুলিশের প্রাথমিক অনুমান যারা এই চুরি করেছে তা আগে থেকেই জানতো এইবারই গুলিতে ওই দিনে কেউ থাকবে না। পক্ত ভাবেই এই কাজটি ঘটিয়েছে দুষ্কৃতীরা।