|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মণিপুরের ইম্ফল কেন্দ্রের প্রার্থী তথা বিদায়ী মুখ্যমনন্ত্রী এন বিরেন সিংহ জিতলেন ১৮ হাজার ২৭১ ভোটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০টি সিটের মধ্যে ৫১টি সিট এর গণনা চলছে। যার মধ্যে গেরুয়া শিবির এগিয়ে ২৫টিতে, এনপিপি ৭টি ও কংগ্রেস ৪টি।
উল্লেখ্য আজ মণিপুর ছাড়াও ভোট গণনা চলছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও গোয়াতে।