|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া : নদীয়ার করিমপুরে উপনির্বাচনে একটি জনসভায় এনআরসি নিয়ে সুর নরম রাজ্যের বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এই দিন বললেন সংখ্যালঘু যারা বসবাস করেন তাদেরকেও নাগরিক দেওয়া হবে অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিমদেরকে এ দেশে তাদের কোন স্থান নেই। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল সন্ত্রাসী করেছে ও ভোট লুট করেছে প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায় মানুষদের নাগরিত্ব দেওয়া হবে। তবে এই দিন জাতীয় নাগরিকপঞ্জি অনেকটা সুর নরম করলেন কারণ রাজনৈতিক মহলের ধারণা এই করিমপুর বিধানসভা কেন্দ্রে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। যারা অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছে তাদেরকে তাড়ানো হবে। এদিন করিমপুর বিধানসভা এলাকায় কেন্দ্র বাহিনী করেছে এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন।