নতুন প্রতিভাবান শিল্পীদের সুযোগ করে দিতে বর্ধমানের শুরু হচ্ছে সঙ্গীত মেলা

লু তুব আলি : নতুন প্রতিভাবান শিল্পীদের সুযোগ করে দিতে বর্ধমানের শুরু হচ্ছে সঙ্গীত মেলা। কলকাতা, মুম্বাইয়ের প্রথিতযশা শিল্পীদের থেকেও গ্রামেগঞ্জে অনেক ভালো ভালো গায়ক সুযোগের অভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না। এই উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে চলেছেন বিশিষ্ট সমাজসেবী ও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। আগামী ২৪ জুন বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে এই সঙ্গীত মেলার উদ্বোধন করবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী ও বিশিষ্ট সংগীত শিল্পী ইন্দ্রনীল সেন। ২১ জুন বর্ধমান শহরের কার্জন গেট বিধায়ক সহায়তা কেন্দ্রে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন খোকন দাস। তিনি জানান পাঁচদিনের এই সঙ্গীত মেলা চলবে ২৮ জুন পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৩০০ জন শিল্পী এই সঙ্গীত মেলায় অংশগ্রহণ করার জন্য অডিশন দিয়েছিলেন। খোকন দাস জানান এখান থেকে ১০০ জন শিল্পী এই পাঁচ দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আগামী দিনে এই সঙ্গীত মেলা কে আরও বৃহত্তরভাবে করবার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান। উদ্বোধনী অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা সন্ধ্যা হেমন্ত মান্না দের কন্ঠে গান করেন তাদের সুযোগ দেওয়া হবে। ২৫ জুন মোহাম্মদ রফির কন্ঠে যারা গান করে থাকেন তারা এই অনুষ্ঠানে গান করার সুযোগ পাবেন। ২৬ জুন লতা মঙ্গেশকরের কন্ঠে যে সমস্ত অখ্যাত শিল্পীরা গান করেন তারা এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। ২৭ জুন কিশোর কুমারের কন্ঠে যারা সঙ্গীত পরিবেশন করেন তারা সুযোগ পাবেন এবং ২৮ জুন সদ্যপ্রয়াত বাপি লাহিড়ী ও কে কে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে যারা এদের কন্ঠে গান করেন তাদের সুযোগ দেয়া হবে। প্রতিদিন ১৫০০ জন সঙ্গীতপ্রেমী মানুষেরা বর্ধমান লোকসংস্কৃতি মঞ্চে বিনামূল্যে অনুষ্ঠান দেখার সুযোগ পাবেন।