|
---|
নিজস্ব সংবাদদাতা; কলকাতাঃ
রাজ্যের বুকে গড়ে ওঠা I.O.P.P.L কোম্পানির বর্তমান চিফ এক্সিকিউটিভ ভি. সতীশ কুমার বদলি হলেন। বর্তমানে তিনি ভূপালে বদলি হলেন। কর্ম জীবনে তাঁর এই হঠাৎ বদলিতে তাঁকে সম্বর্ধনা জানালেন বেঙ্গল ট্রান্সপোর্ট সার্ভিসের কর্ণধার আব্দুল সামাদ।
ভি.সতীশ কুমার C.S.R. স্কিমের আওতায় রাজ্যের বিভিন্ন বিভিন্ন সরকারি স্কুলে সাব মার্সিবল, বাথরুম, অ্যাম্বুলেন্স দান সহ বিভিন্ন সমাজসেবা মূলক কাজে হাত লাগিয়েছেন। এমনকি, কলকাতার জোকায় সরোজ গুপ্তা ক্যানসার হাসপাতালে আধুনিক প্রযুক্তির যন্ত্র দেওয়া ছাড়াও বিভিন্ন সমাজসেবা মূলক কাজে জড়িত থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।