|
---|
এ.এস.এম মিনহাজুল, নতুন গতি, বোদরা;
এন.আই.ও.এস আয়োজিত কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের পরীক্ষা ৫০৬,৫০৭ হয়েছিল ২০ ডিসেম্বর এবং ২১ শে ডিসেম্বর ২০১৮ কিন্তু অভিযোগ আছে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল সেই কারণে এন.আই.ও.এস পরীক্ষা দুটি পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয়। রহস্যজনকভাবে এই পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যাপারটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য হয়।প্রসঙ্গত উল্লেখ্য শিক্ষক মহলে তরফ থেকে হাইকোর্টে কেস দাখিল করা হয়।চলতি মাসের এক তারিখের এক শুনানিতে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকে।পরবর্তী শুনানি ১২ ই ফেব্রুয়ারি হওয়ার সিদ্ধান্ত হয়।
দুটি পরীক্ষা নেওয়া হবে আগামী রবিবার অর্থাৎ ফেব্রুয়ারির তিন তারিখ দুটি শিফটে অর্থাৎ ৫০৬ সকাল ৯ টা ৩০ থেকে এবং ৫০৭ দুপুর দুটো থেকে।