|
---|
মইদুল ইসলাম,মুরারইঃ-
বীরভূম জেলার মুরারই থানার রাজগ্রাম – গোপালপুর রাস্তার উপর বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষ, এর ফলে ঘটনাস্থলেই প্রান হারান বাইক আরোহী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজগ্রাম – গোপালপুর রোডে ব্রাম্ভণ্ডাঙা গ্রামের কাছে। মৃতের নাম জানে আলম, তার বাড়ি শ্রীরামপুর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়, লরিটিকে আটক করে, কিন্তু লরির ড্রাইভার ও খালাসি পলাতক।
মুরারই এলাকায় একের পর এক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর বোলপুর সফরে প্রশাসনিক সভায় পুলিশ কর্তাদের দূর্ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের পরামর্শ দেন। কিন্তু এখনো প্রশাসনের তরফ থেকে সেরকম কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলস্বরুপ একের পর এক দূর্ঘটনা ঘটেই চলেছে।