|
---|
সংবাদদাতা : বর্ষাকালে বারে ডেঙ্গির প্রকোপ। সেই বিষয়ে সচেতন পশ্চিমবঙ্গ সরকার। সেই কারণেই আজ জামালপুর ব্লকের শতাধিক ভি আর পি দের নিয়ে ব্লকের পঞ্চায়েত সমিতির স্থায়ী মঞ্চে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ভি আর পি দের ট্রেনিং দিতে উপস্থিত ছিলেন বি ডি ও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত সহ অনেকে। ডেঙ্গু রোধ করতে কি কি করতে হবে সে বিষয়ে ভি আর পি দের বুঝিয়ে দেওয়া হয়।