তৃণমূল নেত্রীর নির্দেশে বুথ ভিত্তিক কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ মিছিল

সেখ সামসুদ্দিন, ২ ডিসেম্বর : সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নির্দেশ অনুযায়ী ১০০ দিনের কাজের টাকা আবাস যোজনা টাকা সহ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মেমারি শহর তৃণমূল কংগ্রেস ও ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি পৃথক মিছিল করে। একই সঙ্গে বিধানসভায় আম্বেদকরের প্রতি তথা আদিবাসীদের অবমাননার প্রতিবাদেও ধিক্কার জানানো হচ্ছে। মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে মেমারি পৌরসভার সামনে থেকে মিছিল শুরু করে বিভিন্ন ওয়ার্ড পরিক্রমা করে নবপল্লী মোড়ে মিছিল শেষ হবে বলে জানান অপরদিকে দশ নম্বর ওয়ার্ড অফিস থেকে তিনটি বুথের মানুষজনকে নিয়ে ওয়ার্ডের মধ্যে মিছিল সমগ্র ওয়ার্ড পরিক্রমা করে বলে জানান শহর সহ সভাপতি আশীষ ঘোষ দস্তিদার। তিনি আরো জানান ওয়ার্ড কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত অসুস্থ থাকায় তিনি উপস্থিত থাকতে না পারলেও তার নির্দেশেই এই মিছিল করা হয়েছে।