|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে জন্মদিবসে শ্রদ্ধা জানানো হলো নজরুল ইসলামকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের সকালে সংকল্পের পক্ষ থেকে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের প্রাঙ্গনে অবস্থিত পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।গানে,কবিতায় আলোচনয় স্মরণ করা হয় কবিকে। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন গোপাল সাহা, পিন্টু সাউ, পারমিতা সাউ, অরিত্র দাস প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদীপ্তা দে, ঝুমঝুমি চক্রবর্তী ,আলপনা ভূঁইয়া, সৌরাশিষ সিংহ, বুলটি সিংহ, সূর্য সিংহ প্রমুখ।