|
---|
নেতাজির জন্মদিনে নতুনভাবে শপথ নিল বাগডোবা জালপাই হাইস্কুল
শেখ আরেফুল, নতুন গতি, পূর্ব মেদিনীপুর: শুধু পূর্ব মেদিনীপুর বা পশ্চিমবাংলা নয় সারা ভারত জুড়ে পালিত হয়েছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস ৷ আর সেই পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের অন্তর্গত নরঘাটের বাগডোবা জালাপাই হাইস্কুলের ছাত্রছাত্রীসহ শিক্ষকগণেরা নিল নতুন শপথ ৷ আর এই শপথ এই সুপথ এর সন্ধান ৷ বিদ্যালয়ে ওই নেতাজির বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের তথ্য আলোকপাত করেন শিক্ষকগনেরা ৷ খবরসূত্রে বিদ্যালয়ে শিক্ষকগন মাননীয় প্রানকৃষ্ণ সামন্ত মহাশয় জানান যে , শুধু আজ নেতাজির জন্মদিনে যে ছাত্রছাত্রীদের তথ্য আলোকপাত করছি তা নয় ৷ প্রতিটি মহামানবের জীবনী নিয়ে তথ্য তুলে ধরা হয় ৷ যাতে করে ছাত্রছাত্রীরা এই মহামানবদের কথা না ভুলে যায় তার জন্যও অনেকসময় ডিজিটাল স্কিনের সাহায্যে জীবনী ও তথ্য আলোকপাত করা হয় ৷