|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পাক চর সন্দেহে হুগলির তারকেশ্বরে ২ যুবকের বাড়িতে হানা দিল NIA। তবে সন্দেহভাজন ২ জনই ফেরার বলে জানা গিয়েছে। সাদ্দাম হোসেন ও নিজাম সরকার নামে ২ যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাকিস্তানের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা লেনদেন হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। ওদিকে সাদ্দামের পরিবারের দাবি, ছেলে এসবের সঙ্গে যুক্ত নয়।
শুক্রবার তারকেশ্বরের বাজেমোড়া গ্রামে সাদ্দাম হোসেনের বাড়িতে হানা দেন NIA-র গোয়েন্দারা। প্রায় ৩ ঘণ্টা ধরে তন্ন তন্ন করে তল্লাশি করেন গোটা বাড়ি। নিজাম সরকার নামে আরেক যুবকের বাড়িতেও তল্লাশি চালান। গোয়েন্দারা জানিয়েছেন, এই ২ ব্যক্তির অ্যাকাউন্টে পাকিস্তান থেকে মোটা টাকা ঢুকেছে। সেই টাকা ছড়িয়ে গিয়েছে এদেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের চিহ্নিত করতে কয়েকদিন আগেই জেলায় আসেন NIA-র আধিকারিকরা। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে এলাকা রেইকি করেন তাঁরা। তার পরই এদিনের তল্লাশি।
সাদ্দামের বাবা শেখ আবদুর রহমান জানিয়েছেন, ‘আমার ছেলে ব্যবসা করে। এসবের সঙ্গে ও যুক্ত থাকতে পারে না। আমার ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করত নিজাম। ও এসব করে থাকতে পারে।’
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত সাদ্দাম উচ্চশিক্ষিত। কর্মসূত্রে কিছুদিন গুজরাতে ছিল সে। তার পর চলে যায় জম্মু। সম্প্রতি ফের গুজরাতে রয়েছে সাদ্দাম। ওদিকে নিজাম ২ মাস আগেই বাড়ি ছেড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।