|
---|
মুর্শিদাবাদ: ভারত-বাংলাদেশ সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে উদ্ধার একটি নীলগাই। ঘটনা সুত্রে জানা গেছে রবিবার কালিয়াগঞ্জ থানার ওসি পঙ্কজ সাহার নেতৃত্বে পুলিশ বাহিনী নীলগাইকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ওই গ্রামে একটি নীলগাইকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি থানায় জানায়। এরপর রবিবার নীলগাইটিকে উদ্ধার করে পুলিশ এবং বনদপ্তর এর হাতে তুলে দেয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো ভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে গ্রামে ঢুকে পরে নীলগাইটি।প্রথমে এক পথচারী ওই নীলগাইটিকে দেখেন।তারপরে তিনি খবর দেন ওই অঞ্চলের লোকেদের।তারপর খবর দেওয়া হয় পুলিশ এবং বনদপ্তরের কর্মীদের।প্রথমে ক্যাঙ্গারু এবং এখন নীলগাই খুব তাড়াতাড়ি এই দুই পশুর ধরা পড়ার কারনে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়েই।চোরাকারবারীদের চোরাচালান বেড়ে উঠেছে বলে মনে করছেন উত্তরবঙ্গের মানুষ।