করোনায় নিশান-ই ভরসা মালদার কলিগ্রামের মহরমে

উজির আলী,চাঁচলঃ২৬ আগষ্ট

    ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। ফলে এমন ভয়ংকর অবস্থায় উৎসব পালন করার মতো পরিস্থিতি নেই মালদার চাঁচলের কলিগ্রামে। যেখানে মহরম উৎসব একটা ঐতিহাসিক,যা মুঘল আমল থেকেই শোভাযাত্রার মাধ‍্যমে পালিত হয়ে আসছে ওই গ্রামে।

    আড়ম্বরের সাথে মহররমের শোভাযাত্রা এবার বের করার রীতি বন্ধ রাখার জন্য আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে। পরিস্থিতির কথা বিবেচনা করে সেই আবেদনে সম্মতি জানিয়েছে মহরম কমিটিগুলো।

    তবে শোভাযাত্রা না করলেও নিজ নিজ মোহল্লায় সামাজিক দুরুত্ব বিধি মেনেই পালন করা হবে শোক-উৎসব বলে জানা গেছে।
    উল্লেখ্য, বুধবার দিন কলিগ্রাম ফুটবল মাঠে ১১০ ফুট উচ্চতার নিশান স্তম্ভ খাড়া করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি নুর আলম।
    গ্রামের মহরম মুঘল আমল থেকে হলেও নিশান স্তম্ভ উঠানো শূরু হয়েছে ২০০৭ সাল থেকে।

    প্রতিবছর মহরম চাঁদের ষষ্ঠ দিনে নিরশান উঠানোর আগে নিরশান নিয়ে শোভাযাত্রা করা হয়। তবে এবার বিনে শোভাযাত্রায় খাড়া করা হয়েছে কমিটি জানিয়েছেন। নিরশান কমিটির তরফে দাবী করা হয়েছে সম্ভাব‍্য চাঁচল মহকুমার সর্বোচ্চ দৈর্ঘ‍্যের নিশানটি কলিগ্রামেই রয়েছে।

    মানুষের জমায়েত করতে দেওয়া হচ্ছেনা ফলকের সামনে। এবং দশ ফিট দূর থেকেই ভক্তদের নিরশান দর্শন করতে বলা হচ্ছে বলে জানিয়েছে কমিটির সভাপতি নুর আলম।
    করোনা সবকিছুর সাথে মহরম উৎসবেও বাধ সেধেছে বলাবাহুল‍্য।