|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আনিস খান হত্যাকাণ্ডে নতুন মোড়। “আদালতের নির্দেশ ছাড়া ছেলের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত না” স্পষ্ট জানালেন মৃত আনিস খানের বাবা সালাম খান।
বাগনান থানার এএসআই সৌমেন গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশবাহিনী আনিসের বাড়িতে পৌঁছয়। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ কবর থেকে তোলার কথা বলেন পুলিশ আধিকারিকরা। এরপর আমতা ২ নম্বর ব্লকের বিডিও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে নিহত ছাত্রনেতার বাবার সঙ্গে কথা বলেন। যদিও বারবার সে আবেদন খারিজ করে দেন তিনি। সিটকে দিয়ে দ্বিতীয়বার ময়নাতদন্তে সায় নেই বলেই সাফ জানিয়ে দেন তিনি।
এদিকে আনিসের দাদার দাবি মাঝরাতে অচেনা নম্বর থেকে আসে পরিবারকে খুন করার ধমকি।