২০০৬ সিঙ্গুর মামলা: বেকসুর খালাস বেচারাম মান্না সহ ৩১

নতুন গতি নিউজ ডেস্ক: অবশেষ সিঙ্গুর মামলায় বেকসুর খালাস হলো বেচারাম মান্না সহ ৩১ জন।

    ঘটনাটি ২০০৬ সালের। সেই সময় সিঙ্গুরে টাটা গোষ্ঠীর গাড়ির কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ শুরু করেছিল তৎকালীন বাম সরকার। তার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলন বৃহত্তর আকার নেয়। তাতে শামিল হয়েছিলেন বেচারাম মান্না-সহ অনেকে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে দায়ের হয়েছিল মামলা।

    বেকসুর খালাস হয়েই বাম সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেন তাঁরা।