|
---|
নিজস্ব সংবাদদাতা: আমি বাঙালি। আপনিও বাঙালি। তোমরাও বাঙালি। যারা বাংলা ভাষায় লেখা আমার এই কথাটি বুঝতে পারছেন, তারা সবাই বাঙালি। কারণ আমি জানি, আমরা শুধু এই কথাটি বুঝিই না, সাথে সাথে অন্তরেও ধারণ করি। লালন করি। আমরা বাঙালি জাতি নানান রঙে মিশ্রিত এক জাতি। আজ বাঙালির গর্বের দিন, বাঙালি জাতিকে ভারত তথা বিশ্ব দরবারে তুলে ধরলেন আরও এক বাঙালি সন্তান অভিজিৎ ব্যানার্জি। বাঙালি সন্তানের হাত ধরে বাংলার এলো নোবেল পুরস্কার। অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অভিজিত বাবু এই কৃতিত্বের অধিকারী হলেন।অভিজিৎ বিনায়ক ব্যানার্জি তিনিও ছিলেন অর্থনীতিবীদ নোবেলজয়ী অমর্ত্য সেনের ছাত্র। বর্তমানে MIT এর অধ্যাপক এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন অভিজিত বাবু। উনার কাজের বিষয় ছিল “Experimental approach to alleviating global poverty”। নোবেল পুরস্কার ঘোষণা হওয়ার পরেই ভারতের অর্থনৈতিক অবস্থা নিয়ে মুখ খুললেন অভিজিত বাবু। তিনি বলেন এই মুহূর্তে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুব ভাল নয়। বিভিন্ন রিপোর্টে অর্থনীতি সংক্রান্ত যে পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে, তাতে কোনও ভাবেই আশ্বস্ত হতে পারছিনা। কয়েকবছর আগেও আর্থিক বৃদ্ধির হার ভাল ছিল। এখন আর সেই আশাও দেখছি না। নোট বাতিলের পর তিনি বলেছিলেন ভারতবর্ষে কোন দিন কালো টাকা উদ্ধার করা সম্ভব নয় এবং নোট বাতিলে সুফল থেকে কুফল এর প্রভাব বেশি পরবে।