দক্ষিণি চব্বিশ পরগনার ক্যানিং ও বারুইপুর এস ডি ও অফিসে নমিনেশন ফাইল রাজনৈতিক দলগুলির 

দক্ষিণি চব্বিশ পরগনার ক্যানিং ও বারুইপুর এস ডি ও অফিসে নমিনেশন ফাইল রাজনৈতিক দলগুলির

     

     

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :

    নির্বাচন কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে নমিনেশন ফাইল এর কাজ। গত কাল ক্যানিং মহকুমায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন ফাইল করেছেন । আজ এস ইউ সি আই কমিউনিস্ট দলের পক্ষ থেকে তাদের প্রার্থী আজ বারাইপুর নমিনেশন ফাইল করলেন। ইতিপূর্বে ক্যানিং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন ফাইল করেছেন ক্যানিং এস ডি ও অফিসে। আজ কুলতলী SUCI প্রার্থী জয় কৃষ্ণ হালদার জয়নগর বিধানসভার তরুন নস্কর ও বারুইপুর জয়দেব বাবুরা নমিনেশন ফাইল করেছেন । দীর্ঘসময়ে কুলতলী, জয়নগর এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির প্রার্থীরা জিতেছিলেন । পরবর্তী সময়ে এই কুলতলিতে সি পি আই এমের বিধায়ক হন । আর সেই পুরানো জমি ফিরে পাওয়ার লক্ষ্যে কুলতলির প্রার্থী প্রথম নমিনেশন ফাইল করল । ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী প্রার্থী ঘোষণা করায় তারাও রাজনৈতিক ভাবে দলীয় প্রচারে নেমে পড়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিভিন্ন সভা সমিতি এবং কর্মী সভার মাধ্যমে তারা মাঠে নেমে পড়েছেন। ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা তেমনই প্রকাশ না হওয়ায়, কেবল সময়ের অপেক্ষায় তারা। আগামী ৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা কয়টি বিধানসভা নির্বাচন এই নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের কর্মপন্থা ঠিক করতে ব্যস্ত মিছিল এবং দলীয় কর্মসূচি পালনে ব্যস্ত আর সেই ছবি বিভিন্নভাবে ধরা পড়ছে দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন প্রান্তে।