নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের ৫৩ বর্ষ নাট্যমেলা

আয়ুব আলি, নতুন গতি : উওর ২৪পরগনা র নৈহাটি পৌরসভার ঐকতান প্রেক্ষাগৃহে ১৬ই ফেব্রুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারি ২০২৩ , চারদিন ব্যাপী নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের ৫৩ বর্ষ নাট্যমেলা র উদ্বোধন হল ১৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫-৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও পরিচালক বিমল চক্রবর্তী,নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়,ড: তীর্থঙ্কর চন্দ – নাট্যকার, অভিনেতা ও পরিচালক, দেবাশিস সরকার- নাট্য অভিনেতা ও পরিচালক, ছিলেন নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের আজীবন সভাপতি ডা: শ্যামল চন্দ্র বন্দোপাধ্যায়। ৪ দিনের এই নাট্য উৎসবে শ্যামনগর নাট্যবিতান, হাবড়া জনজাগরণী,নৈহাটি রঙ্গসেনা, নবদ্বীপ সায়ক,হরিপাল নাট্যপ্রহরী ,ডুমুরদহ অনামিনাট্যম,অশনী কোননগর,থিয়েটার মেকার্স, বসিরহাট সাত্তিক এছাড়াও নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘের মহিলা ও অনুজ গোষ্ঠীর নাটক ও আবৃত্তি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।