|
---|
শিশুমৃত্যুতে ফের কাঠগড়ায় সরকারি হাসপাতাল
নতুন গতি ডিজিটাল ডেস্ক: আবারও শিরোনামে এনআরএস হাসপাতাল। এবারের অভিযোগ একটু ভিন্ন, নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচার করা হয় শিশুর। তার ফলে কমপক্ষে তিনবার সুতো ছিঁড়ে যায়। পরিজনদের অস্ত্রোপচারের জন্য সুতোও কিনে দিতে বলা হয় বলে অভিযোগ। ধারণা, ধকল সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সন্ধেয় মৃত্যু হয় মাত্র দশ দিন বয়সের ওই শিশুর।
গত ১৮ ফেব্রুয়ারি প্রথমবার তার অস্ত্রোপচার হয়। তারপর ২২ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারিও অস্ত্রোপচার করা হয় একরত্তির। এনআরএসেই জন্ম হয় ওই খুদের। কিন্তু কেন তিনবার একই ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হল ওই সদ্যোজাতের। শিশুর পরিবারের দাবি, এনআরএসের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসকরা তাঁদের পরিবারের ছোট্ট সদস্যের অস্ত্রোপচার করেছে। বারবারই সুতো ছিঁড়ে গিয়েছে। তাই তৃতীয়বার অস্ত্রোপচারের সময় বাইরে থেকে সুতোও কিনে আনতে বলেন চিকিৎসকরা। সেই অনুযায়ী সুতোও কিনে এনে দেওয়া হয়। তবে তৃতীয়বার অস্ত্রোপচারের পর থেকেই তার ক্ষতস্থান দিয়ে রক্ত বেরোচ্ছিল। ক্রমশই নিস্তেজ হয়ে যাচ্ছিল খুদে। বৃহস্পতিবার সন্ধেয় ধকল সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যু হয় একরত্তির। তাঁদের অভিযোগ, সম্ভবত নিম্নমানের সুতো ব্যবহারের ফলে সেপটিক হয়ে গিয়েছিল খুদের। তাই মৃত্যু হয়েছে দশদিনের ওই শিশুর।
শিশুমৃত্যুর পর থেকে ক্ষোভে ফুঁসছে তাঁর পরিজনেরা। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কেন একই ক্ষতস্থানে পরপর তিনবার সেলাই করলেন চিকিৎসকরা, উঠছে সেই প্রশ্ন। এছাড়াও কেন অস্ত্রোপচারের পর সেলাই করার সময় নিম্নমানের সুতো ব্যবহার করা হল, ইতিমধ্যে সেই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। সাধারণত, অস্ত্রোপচারের পর সেলাই করার জন্য প্রয়োজনীয় সুতো হাসপাতালেই মজুত থাকে। তা সত্ত্বেও কেন শিশুর পরিজনদের দিয়ে সুতো কিনে আনানো হল, সেই প্রশ্নও উঠছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের দাবি, বেআইনি হওয়া সত্ত্বেও শুধুমাত্র শিশুর প্রাণরক্ষার তাগিদেই সেলাইয়ের সুতো কিনে দিতে বলা হয়েছিল পরিজনদের। যে সংস্থা সুতো সরবরাহ করে, তাদের খোঁজ চালাচ্ছে এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা যাচ্ছে।