১৯৪৪ সালের ৫ জুন অদ্ভুতুড়ে ঘটনা ঘটেছিল জার্মানির সেনাবাহিনীর সাথে

নিজস্ব সংবাদদাতা : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট, ১৯৪৪ সালের ৫ জুন অদ্ভুতুড়ে ঘটনা ঘটেছিল জার্মানির সেনাবাহিনীর সাথে। ফ্রান্স দখল করার পর ফ্রান্সের একটি শহরে সদ্য সদ্য টাওয়ার নির্মাণ করেছে জার্মানি। জার্মান সৈন্যরা রেডিওতে সংকেত পায় পূর্ব দিকে প্রচুর সৈন্য প্যারাসুটের করে নামছে। এরপরে জার্মানির জেনারেল সৈন্যদের সতর্ক করেন।কিন্তু পরে জানা যায় আসলে জার্মান সেনাদের বিভ্রান্ত করার জন্যই প্রচেষ্টা চালানো হয়েছে। প্লেন থেকে প্যারাসুট করে সৈন্য নামানো হয় নি , কাপড়ের টুকরো নীচে ফেলা হয়েছে। এই ঘটনার পর জার্মানির সৈন্য আরো সতর্ক হয়ে যায়।

    প্রচুর সতর্ক থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সৈন্যদের পরাজয় হয়েছিল। এর প্রধান কারণ ১৯৪৪ সালের ৬ জুন ১ লক্ষ্য ৫৬ হাজার এ্যালিয়েজ সেনাবাহিনী জার্মান সৈন্যদের নাকের ডগা দিয়ে ফ্রান্সের শহর নর্মান্ডি তে প্রবেশ করে আক্রমণ চালিয়েছিল। চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট সেনাবাহিনীর বুদ্ধিমত্তার কাছে পরাজয় ঘটেছিল জার্মান সেনাদের।