মায়ানমারের যুদ্ধের আঁচ বাংলাদেশে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে

নিজস্ব সংবাদদাতা :মায়ানমারে সরকারি বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে রোহিঙ্গার একটি জঙ্গি সংগঠনের। সেই লড়াইয়ের আঁচ পড়ছে বাংলাদেশের উপর।

    মাঝে মাঝে দেখা যাচ্ছে ওপার থেকে মর্টার শেল সীমান্তের বেড়াজাল টপকে এপারে এসে পড়ছে। তবে এখনই সীমান্তে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করতে চাইছে না ঢাকা। তবে সীমান্তে বিজেবি, এবং উপকূলে উপকূল রক্ষী বাহিনীকে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির উপর করা নজরদারি চালানো হচ্ছে।