|
---|
নিজস্ব সংবাদদাতা : মালদ্বীপের রাজধানী মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ড এর ঘটনা একটি বাড়িতে, মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। যার মধ্যে ভারতীয় ৯ জন, ১ বাংলাদেশী রয়েছেন।মালদ্বীপে অবস্থিত ভারতের দূতাবাসের তরফ থেকে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে একটি বিবৃতি দেওয়া হয়েছে।মালদ্বীপের রাজধানীতে আড়াই লক্ষ মানুষের মধ্যে ভারত-নেপাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের বসবাস। এখানে মূলত শ্রমিকের কাজ করতে আসেন বাইরের দেশ থেকে আগত মানুষেরা। বিরোধীরা জানিয়েছে পরিযায়ী শ্রমিকদের পর্যাপ্ত পরিকাঠামো বসবাসের জন্য নেই এখানে। সূত্রের খবর এই ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন, আহতদের দমকল মারফত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।