|
---|
নিজস্ব সংবাদদাতা : আসন্ন শ্রী শ্রী ছট পুজো , বিভিন্ন ছট ঘাট পরিদর্শনে মেয়র গৌতম দেব
আর কদিন বাদে রয়েছে আলোর উৎসব দীপাবলি, ও কালীপুজো।
তারপরেই শ্রী শ্রী ছট পুজো। ছট পুজোর সমস্ত আচার নিয়ম যাতে সুষ্ঠুভাবে ছট বর্তিরা নির্বিঘ্নে পালন করতে পারেন।
সেই বিষয় আধিকারিকদের নিয়ে বিভিন্ন ছট ঘাট গুলি পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব।