|
---|
নিজস্ব প্রতিবেদক:- পুরসভাতেও অস্থায়ী কর্মী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখযোগ্যভাবে এই অভিযোগ তুলেছেন তৃণমূলেরই পুর চেয়ারম্যান। কোচবিহার পুরসভায় অস্থায়ী কর্মী নিয়োগে এই দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এই অনিয়মের অভিযোগ এনেছেন। তাঁর দাবি, ‘নিয়োগে অনিয়ম হয়েছে। ফিনান্সের অনুমোদন ছিল না।’ এই বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।এই অনিয়ম মূলত পুরসভার সুইপার নিয়োগ নিয়ে। অভিযোগ, গত এক বছরে ৮০ জনকে সুইপারের নিয়োগ করা হয়েছে অথচ তারা কেউ সেই কাজ করছে না। কাজ না করে বেতন তুলে নিচ্ছে। এটা আগের চেয়ারম্যান করেছেন বলে অভিযোগ। বর্তমান চেয়ারম্যান এনিয়ে আগের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তৃণমূলের চেয়ারম্যান এরকম অভিযোগ আনতেই অবশ্য সেই সুযোগ হাতছাড়া করতে ছাড়েনি বিজেপি। এ নিয়ে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ‘এর আগে কোচবিহার পুরসভা ছিল তৃণমূলেরই হাতে। বর্তমান চেয়ারম্যান ব্যাপারটা ধরতে পেরেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। তবে উনি দায়িত্ব এড়াতে পারেন না।’উল্লেখ্য, ওই সময় যে অস্থায়ী কর্মীদের সাফাই কর্মী নিয়োগ করা হয় তারা কাজ না করেই রীতিমতো বেতন তুলছেন। আর তাই নিয়ে দুর্নীতির গন্ধ পাচ্ছেন অনেকেই। কোচবিহারের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মনের দাবি, ‘আগে কী হয়েছে তা নিয়ে খোঁজ নেওয়া হবে। রবীন্দ্রনাথ ঘোষ সঠিকভাবে পুরসভা পরিচালনা করছেন। কেউ যদি দুর্নীতি করে থাকে তাহলে সেটা দলের বিষয় নয়, ব্যক্তিগত বিষয়।’